আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পর সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসেছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৬ বার পড়া হয়েছে
২১তম সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পর সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসেছে আজ। সন্ধ্যায়, গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা বসে।
নতুন কমিটির করণীয়সহ দলীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বৈঠকে। তবে সম্মেলনের পর পূর্নাঙ্গ কমিটি গঠনের বিষয়টিই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। বৈঠক শেষে শূন্যপদে মনোনীত নেতাদের নাম ঘোষণা হবার কথা রয়েছে। এরআগে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হয়েছেন। এছাড়া কাউন্সিলে ঘোষণা করা হয় ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম। এতে নতুন করে যুক্ত হয়েছেন-শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। সভাপতিমণ্ডলীর সব সদস্যই সভায় যোগ দিয়েছেন।