আওয়ামী লীগের নেতৃত্ব এখন আমলাদের হাতে : আমীর খসরু
- আপডেট সময় : ০৮:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নেতৃত্ব এখন সরকারি আমলাদের হাতে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরার ঘোষণা দেন বিএনপির এই নেতা। ঢাকার মহাখালীতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মিরপুরসহ বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাজধানীর মহাখালিতে সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। এতে নেতারা বলেন, সরকার মানুষের ভোটে নির্বাচিত নয় বলেই বিরোধী মতকে ভয় পায় সরকার।
সম্প্রতি বিবিসি’র সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আমীর খসরু চৌধুরী বলেন, যারা প্রশাসনে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তাদের হাতেই এখন দলটির নেতৃত্ব।
সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাস্তায় থাকার আহবানও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।