আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থককে কমপক্ষে ৩ টি করে গাছ লাগানোর আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সবুজ শ্যামল বাংলাকে আরো সবুজ করতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থককে কমপক্ষে ৩ টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আষাঢ়ের প্রথম দিনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী সবার প্রতি এ আহ্বান জানান। সকালে গণভবনে একটি কুল ও একটি পলাশ গাছের চারা রোপন করেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, আর্থিক মুক্তি ও পরিবেশের কথা ভেবে প্রত্যেকের উচিত অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানো। পরিবেশ দূষণরোধে ও দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী সবাইকে আরো বেশি করে বৃক্ষরোপনের পরামর্শ দেন তিনি। এবছর এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং কৃষকলীগের সভাপতি সমীরচন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।