আওয়ামী লীগের বিবাদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীতে ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের বিবাদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে সোমবার বেলা ১১টার পর এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থকরা ১৪৪ ধারা ভংগ করে শহরে মিছিল বের করে।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিলো প্রশাসন।এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুরসহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-রেলি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থকরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে এবং পৌরসভা চত্ত্বরে আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র শহিদুল্লা খান সোহেল আলোচনা সভা ও রালির ঘোষণা দেন। একই সময় টাউন হল চত্ত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনও সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান। তবে এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থকরা সোমবার বেলা ১১টার পর ১৪৪ ধারা ভংগ করে শহরে মিছিল বের করে। শৃংখলা ঠিক রাখতে এসময় পুলিশ লাঠিচার্য করে।