আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে সবাই হাসে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে সবাই হাসে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জবাবদিহিতার অভাবে জনগণের অর্থ চুরি ও লুটপাটই এ সরকারের প্রধান লক্ষ্য বলে অভিযোগ করেন ফখরুল। জনগণ শিগগিরই এর হিসেব নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল।
জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব।
এসময়ে তিনি আওয়ামী লীগ সরকারের লুটপাটের সমালোচনা করেন।
বিএনপিকে গণতন্ত্রের হত্যাকারী বলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পাল্টা জবাব দেন বিএনপি মহাসচিব।
সরকার নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়ে ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে রিপোর্টিংয়ের কারণে দেশে ৫ শো’র বেশি সংবাদকর্মীর নামে এরই মাঝে মামলা হয়েছে উল্লেখ করে বেশ কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান, বিএনপি মহাসচিব।