আওয়ামী লীগ ও বিএনপি সংবিধান সংশোধন করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে: কাদের
- আপডেট সময় : ০৭:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, তিন জোটের রুপরেখা অনুযায়ী পল্লীবন্ধু ক্ষমতা হস্তান্তর করার পর আওয়ামী লীগ ও বিএনপি সংবিধান সংশোধন করে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
বিকেলে রাজধানীর কাকরাইলে পার্টির প্রধান কার্যালয়ে প্রয়াত জাতীয় পার্টি চেয়ারম্যান ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩ উপলক্ষে মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে সরকার প্রধানের হাতে নির্বাহী বিভাগ ও আইন সভা আর রাষ্ট্রপতির মাধ্যমে বিচার বিভাগের নিরানব্বই ভাগই সরকার প্রধানের হাতে। তাই সরকার প্রধান যা চান, তাই হচ্ছে- এটাকে গণতন্ত্র বলা চলেনা। তিনি বলেন, দুর্নীতি ও দলীয় করণের মাধ্যমে একনায়কতন্ত্র এখন স্বৈরতন্ত্রের পর্যায়ে। সংবিধানকে যেভাবে সংশোধন করা হয়েছে তাতে গণতন্ত্র চর্চা সম্ভব নয় বলেও জানান তিনি। আওয়ামী লীগ ও বিএনপি স্পষ্ট বৈষম্য সৃষ্টি করেছে। অথচ এই বৈষম্য থেকে মুক্তি পেতেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। জিএম কাদের বলেন, স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানীরা বৈষম্য সৃষ্টি করেছিলো, এখন বৈষম্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ ও বিএনপি।