আওয়ামী লীগ কারো গায়ে পড়ে ঝগড়া না করলেও আক্রমণের পাল্টা জবাব দিতে প্রস্তুত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কারো গায়ে পড়ে ঝগড়া না করলেও আক্রমণের পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে ঈর্ষনীয় উন্নয়ন দেখে রাজনৈতিক প্রতিপক্ষ কোন ধন্যবাদ না জানিয়ে শুধু সমালোচনা করে যাচ্ছে। অপরদিকে আগামী জানুয়ারিতেই বাংলাদেশে করোনা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।