আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়; জনগণের শক্তিতেই ক্ষমতায় রয়েছে দলটি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ জানান, ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার করা বিএনপি নেতাদের স্বভাবে পরিণত হয়েছে। গুম-খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না বলেও দাবি- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে দু:স্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারো কাছে জিম্মি হতে হয় না।
চট্টগ্রামে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, বিএনপির আমলে বেতন ভাতা ও মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বুকে গুলি চালানো হয়েছিলো।
কুষ্টিয়ায় আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, বিএনপি গুম খুনের অপবাদ ছড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে।