আওয়ামী লীগ নেতাদের বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি : টুকু
- আপডেট সময় : ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সরকারের পতন আন্দোলন আরও জোরদার করতে বিএনপি’র দাবি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহব্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এদিকে গণতন্ত্র মঞ্চের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে দলের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি।
সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জোটভুক্ত বিভিন্ন দল ও সমমনাদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি৷
বৈঠক শেষে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা সভার বিষয়বস্তু তুলে ধরেন। তারা বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে সরকার বক্তব্যের ভিত্তি নাই।
পরিবেশ সৃষ্টি হলে খালেদা জিয়া রাজনীতি করবেন বলে জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
পরে গুলশান কার্যালয়ে রংপুর বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক চেতনা ধ্বংস করছে।
গণ-অভ্যুত্থান গড়ে তুলতে তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।