আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যা মামলার প্রধান আসামী নিলু খাঁ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচনী পরবর্তী সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যা মামলার প্রধান আসামী তারিকুল ইসলাম ওরফে নিলু খাঁকে গ্রেপ্তার করেছে রেব।
রেব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে রেবের একটি একটি দল ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম ওরফে নিলু খাঁকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চরপ্রতাপপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলিও নগদ টাকা উদ্ধার করা হয়। গেল মঙ্গলবার সন্ধ্যায় পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী তার কর্মী-সমর্থকদের সাথে আলোচনা করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী ও পরাজিত প্রার্থী তারিকুল ইসলাম নিলু খাঁ তার ছেলেসহ সশস্ত্র দূর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।