আওয়ামী লীগ নয়, পালানোর ইতিহাস বিএনপি’র : শেখ হাসিনা
- আপডেট সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কখনো পালায় না। বরং বিএনপি-ই পালায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের নিয়ে দল পরিচালনা এবং মুচলেকা দিয়ে বিদেশে যাবার ইতিহাস রয়েছে বিএনপির। আর, আওয়ামী লীগের ইতিহাস দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণ। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় আবারো ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রাজশাহীতে জনসভা মঞ্চে উঠেই ২৬টি প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চারদিকে তখন লাখো মানুষের করতালি ও শ্লোগান। মঞ্চে উঠে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। রাজশাহী বিভাগের ৮ জেলাসহ সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের উপচে পড়া ভীড়ে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক মাদ্রাসা ময়দান।
দলীয় নেতাদের বক্তব্যের পর বক্তার আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন করা প্রকল্পগুলোর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি।
বিএনপি সরকারের সময় পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সমালোচনায় বিরোধীদের মন্তব্যের কড়া জবাবও দেন তিনি।
গেল ৩ বার নৌকায় ভোট দেয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।