আওয়ামী লীগ মানবাধিকার হরণ করে সংবিধান লঙ্ঘন করছে : মির্জা ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধের প্রধান বিষয় গণতান্ত্রিক চেতনা, সাম্য ও মানবাধিকার। কিন্তু ৫০ বছর পরও আজ দেশে সেসব বিষয় লঙ্ঘিত হচ্ছে। এদেশে কেউ এখন নিরাপদ নয়।
বিকেলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ভার্চূয়াল আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ মানবাধিকার হরণ করে সংবিধান লঙন করছে। এর জন্য তাদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দু:খ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে উৎসাহের সাথে মানবাধিকার দিবস পালন করা হচ্ছে না। কারণ দেশের কেউ নিরাপদে নেই। নির্বাচনে ভোট দেয়ার কোনো অধিকার নেই। এসময় জনগণকে সাথে নিয়ে দেশের মানুষের ভোটের অধিধার এবং সকল ধরণের মানবাধিকার ফিরিয়ে আনার কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।