আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবসময় একটি পণ্য হিসেবে ব্যবহার করে
- আপডেট সময় : ০৭:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবসময় একটি পণ্য হিসেবে ব্যবহার করে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একারণেই স্বাধীনতার ৪৮ বছর পরে প্রকৃত রাজাকারদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকা তৈরি করেছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিজয় দিবসের রেলি পূর্ব সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে রেলির আগে সমাবেশ করে বিএনপি। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র আজ নেই বলে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
দলের মহাসচিব অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রাজাকারের তালিকা করেছে সরকার। খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পরে বিশাল রেলি বের হয়। রেলিটি শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।