আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগনকে বোকা বানানোর জন্য গণতন্ত্রের মুখোশ পড়ে আছে। ভিন্নমতকে দমন করার জন্য ডিজিটাল আইনের নামে কালো আইন করেছে এই সরকার।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। সাংবাদিক রুহুল আমিন গাজির বিরুদ্ধ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়। তিনি আরো বলেন, সারাদেশে একটা ভয়ের এবং ত্রাসের রাজত্ব করা হয়েছে।নির্বাচনের নামের ত্রাসের রাজত্ব করেছে এই সরকার। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসময়, অবিলম্বে রুহুল আমি গাজির মুক্তি দাবি জানান তিনি।