আওয়ামী লীগ সরকার পদে পদে ব্যর্থ : অভিযোগ বিএনপি’র
- আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি যেখানে সফল, আওয়ামী লীগ সেখানেই ব্যর্থ। তারা ক্ষমতায় আসার পর, পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এদিকে, দলের মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, নির্বাচিত নয় বলে বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। তাদেরকে পদত্যাগ করে চলে যেতে হবে। সোমবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে ‘ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার’ শিরোনামে সেমিনার করে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি। এতে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, প্রতিটি ক্ষেত্রে দেশের মানুষের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের উন্নয়নে জিয়াউর রহমান অনেক অবদান রেখেছেন। আওয়ামী লীগ সেখানে ব্যর্থ হয়েছে।
ডিজেল-কেরোসিনসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করে মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। এসময় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, এই সরকারকে পদত্যাগ করে চলে যেতে হবে।
লিফলেটে ‘রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ ১২ দফা দাবি তুলে ধরে বিএনপি।