আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশ সদস্যদের গ্রেফতারসহ বিভিন্ন দাবি রায়হানের পরিবার ও এলাকাবাসীর
- আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর সাথে জড়িত ও আলামত নষ্টকারী এবং আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত রায়হানের পরিবার ও এলাকাবাসী।
দুপুরে নগরীর আখালিয়ায় রায়হানের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। তিনি দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ময়মনসিংহ সদর উপজেলার চর হরিপুর এলাকার গজারিয়া বিলে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করায় কয়েক হাজার জমির ফসল বিনস্ট হওয়ার প্রতিবাদে ও অবিলম্বে বাঁধ কেটে পানি নিষ্কাষন করে জলাবদ্ধতা দুরীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি।
এদিকে, যশোরে ডা: শামারুখ মাহজাবিন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এটিকে প্রভাব খাটিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে প্রভাবশালী পরিবার। এ অপচেষ্টা সফল করতে মামলায় নানাভাবে প্রভাবিত করে ফাইলবন্দী করে রাখা হয়েছে।বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাহজাবিনের বাবা প্রকৌশলৗ নুরুল ইসলাম।