আকষ্মিক ডিজেলের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে চরাঞ্চলের কৃষকরা
- আপডেট সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আকষ্মিক ডিজেলের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে চরাঞ্চলের কৃষকরা। কেন না এসব চরাঞ্চলে বিদ্যুৎ না থাকায় ডিজেল চালিত স্যালো মেশিন দিয়ে চাষাবাদ করে থাকেন তারা । অব্যাহত ভাবে সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির পাশাপাশি এবার উচ্চ হারে ডিজেলের মূল্য বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদী বেষ্টিত দেশের উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা জেলা কুড়িগ্রাম। কোন শিল্প কারখানা না থাকায় এখানকার বেশির ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই জেলার উঁচু এলাকার জমিতে বৈদ্যুতিক সেচের মাধ্যমে পানি দিয়ে বোরোসহ অন্যান্য ফলস চাষ করা হলেও চরাঞ্চলের ৩৫ হাজার হেক্টর জমির চাষাবাদ ডিজেল চালিত ইঞ্জিনের উপরই নির্ভরশীল।
প্রতি লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের জমি চাষে খরচ বেড়ে যাবে অনেকাংশে। এতে উৎপাদন আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে না পারলে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ার কথা জানান কৃষক।
এ অবস্থায় কৃষকরা আলু, ভুট্রা, বোরোসহ অন্যান্য সবজি চাষের জন্য জমি তৈরি করলেও ডিজেলের দাম বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন তারা।
এতে করে চরাঞ্চলের বালু জমিতে প্রতিদিন সেচ দিয়ে চাষাবাদ করলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কথা স্বীকার করে কম সেচের মাধ্যমে যে সকল ফসল উৎপাদন হয় তা চাষের পরামর্শ কৃষি বিভাগের।
শুধু মাত্র কৃষির উপর নির্ভরশীল হয়ে জীবন ধারন করা এসব কৃষকদের বিশেষ সুবিধার আওতায় এনে চরাঞ্চলে ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখবে সরকার এমনটাই চাওয়া তাদের।