আকস্মিক সফরে যুদ্ধকবলিত ইউক্রেনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
- আপডেট সময় : ০৯:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আকস্মিক সফরে যুদ্ধকবলিত ইউক্রেনের ইরপিন শহর পরিদর্শন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অঘোষিত আকস্মিক সফরে যুদ্ধবিধ্বস্ত ইরপিনে যান ট্রুডো।
ইউক্রেন আগ্রাসনের শুরুর দিকে ইরপিনে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল রুশ সেনা বাহিনী। কিছুদিন রুশ বাহিনীর নিয়ন্ত্রণেও ছিল শহরটি। জাস্টিন ট্রুডো বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। পরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন। পরে, দখলদার বাহিনীর নৃশংস তাণ্ডব ঘুরে ঘুরে দেখেন তিনি। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন মোকাবিলায় এ পর্যন্ত দেশটিকে ১১৮ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রুডো প্রশাসন। এদিকে, ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।শনিবারের হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়।