আখাউড়ায় ভারত ফেরত নারীকে আইসোলেশনে রাখা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
ভারত থেকে ফেরায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে জেলা হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনা পজিটিভ হওয়ায় এ সিদ্ধান্ত।
করোনা শনাক্ত নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার সুত্রাপুর গ্রামে। তিনি ভারতের দিল্লি থেকে ৭ মে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। এরপর ভারতফেরত অন্য যাত্রীদের সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারী-শিশুসহ আটক ২৮ জনকে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শহরের আজাদ রেস্ট হাউজের ৪র্থ তলায় তাদের রাখা হয়। তাদের বাড়ি ঝিনাইদহ, যশোর, লক্ষীপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায়।