আগস্ট মাস এলেই রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে বিএনপি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
আগস্ট মাস এলেই রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে বঙ্গবন্ধুর হত্যাকান্ড নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে এ মন্তব্য করেন তিনি। বিএনপি কথায় কথায় মানবাধিকার ও গণতন্ত্রের কথা বললেও সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার একুশ বছর পর্যন্ত কোন বিচারই চাইতে দেয়া হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সে সময় বিচার চাওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো জিয়াউর রহমান।