আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫ তম আসর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫ তম আসর। বরাবরের মতো নগরীর লালদিঘী মাঠে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই মল্মযুদ্ধ।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১১৫তম জব্বারের বলীখেলা বৈশাখী মেলা ২০২৪ এর আয়োজক কমিটির নেতারা। ইতিমধ্যে এই বলী খেলা উপলক্ষে শুরু হয়েছে লোকজ মেলা। সিনেমা প্যালেস থেকে খাতুনগঞ্জ, জেলখানার গেইট হয়ে নিউমার্কেট মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জব্বারের বলীর মেলা। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক বলী অংশ নেবেন বলে জানান। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী। এসময় আয়োজক কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।