আগামীকাল চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ
- আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আগামীকাল চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ। ভোটগ্রহণের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা। এদিকে, মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা।
আজ থেকে সব ধরনের প্রচারণা এবং বহিরাগতদের আনাগোনা বন্ধে মোতায়েন রয়েছে আইনশৃংখলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিজিবি ও পুলিশ। এদিকে, চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন কেন্দ্র করে প্রচারের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও সংঘাতের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। বিভিন্ন পৌরসভায় একের পর এক হামলা ও সংঘাতের ঘটনা ঘটলেও তা থামাতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার দেশের ৫৪টি পৌরসভায় ভোট হবে। পরিবেশ অনুকূলে না থাকায় মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।