আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন বিধিনিষেধ
- আপডেট সময় : ০১:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন বিধিনিষেধ। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীরা। লকডাউন ছাড়া সবকিছু খোলা রেখে যাত্রীচাপে পরিবহণে অর্ধেক যাত্রী বহনও অসম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। তবে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারি বিধিনিষেধে কাল থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ। এ বিষয়ে বাস মালিকদের নিয়ে আজ দুপুর আড়াইটায় বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক রয়েছে। আসতে পারে ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন।
আজ থেকে ট্রেনের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। আগামী ১৫ই জানুয়ারি শনিবার থেকে একই নিয়মে চলবে ট্রেন। তবে, সেজন্য বাড়ছে না ভাড়া।
লঞ্চ চলাচল নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে, সব ধরনের যান চালক ও সহকারীদের কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
রেস্তোরাঁ মালিকরা বলছেন, খাওয়ার আগে টিকা কার্ড যাচাই করা অবাস্তব। এতে বাড়বে দুর্নীতি ও অনিয়ম।