আগামীকাল মহান বিজয় দিবস
- আপডেট সময় : ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামীকাল মহান বিজয় দিবস।
বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ বিশিষ্ট জনেরা। এরপরই স্মৃতিসৌধের মূল ফটক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধকে সাজানো হয়েছে নতুন রূপে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। অতিথিদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতাসহ যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতি পরাধীনতার শিকল ভেঙ্গে বিশ্ব মানিচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। স্বকীয় স্বত্তায় প্রকাশ হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির বাংলাদেশ নামের রাষ্ট্র। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে।