আগামীকাল শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার আগামীকাল সকাল ৮টায় শেষ হচ্ছে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।
ওই সময়ের পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। ভোট চেয়ে মাইকিংও করা যাবে না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন প্রার্থীরা। এবার নওগাঁ-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হবে। এদিকে, নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিল করাদের মধ্যে ৭৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে জাতীয় নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ জনে।