আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
সকালে নওগাঁয় জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতীয় পরিচয় পত্র প্রসঙ্গে কবিতা খানম বলেন, বিশ্বের অনেক দেশের কাছেই এটি এখন অনন্য নজির। এ ধরনের মানসম্পন্ন কার্ড পৃথিবীর অনেক উন্নত দেশও বানাতে পারেনি বলে দাবি করেন তিনি। সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, নির্বাচন কমিশনের প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল কাদের, জেলা প্রশাসক হারুন অর রশিদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।