আগামী কয়েকদিন দেশে ভারী বর্ষণের আভাস
- আপডেট সময় : ০৮:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
আগামী কয়েকদিন দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, এসময় উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, বৃষ্টি বাড়লেও দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
টানা কয়েকদিনের অতি ভারি বর্ষনে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চল ডুবে পানিবন্দি হয় লাখো মানুষ।
আগামী কয়েকদিনও দেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহওয়া অফিস। তবে এবার দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
তিস্তার ডালিয়া পয়েন্টের পানি আবারও চোখ রাঙাচ্ছে। বৃষ্টি বাড়লে, তা বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক।
তবে, দেশে এবার বড় ধরণের বন্যার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রমজান আলী প্রামানিক।