আগামী জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আগামী জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে, জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রী বলেন, ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন। মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শও দিয়েছেন তিনি। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যাপারে সমঝোতা স্মারক সই শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি। দেশটির সরকার ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে। দীর্ঘদিন পর মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে বাংলাদেশিদের জন্য।