আগামী দুই বছরের মধ্যে দেশের পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তন আসছে : বিএসইসি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৮:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
আগামী দুই বছরের মধ্যে দেশের পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন, বাংলাদেশ সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
দুপুরে ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের “ডায়ালগ অন বিজনেস অ্যান্ড ইকোনমি” অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. রুবায়েত বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনার দুয়ার খুলছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিদেশে বাংলাদেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে রোড শো করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা বড় বড় প্রকল্পে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইছে। এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যাঁরা খারাপ উদ্দেশ্যে শেয়ারবাজারে এসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করছেন, বছরের পর বছর ডিভিডেণ্ড না দিয়ে দায়সারাভাবে কোম্পানি চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কাজ শুরু করেছে বিএসইসি।