আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে ইশতেহার প্রণয়নের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনকে সামনে রেখে দলকে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী করারও নির্দেশ দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি আরো জানান, দলের সিদ্ধান্ত অমান্যকারী কাউকে ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শুরু হয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক চলে টানা ৫ ঘন্টা। দলীয় সভাপতি এসময় বিভিন্ন বিভাগ ও জেলাগুলোর সাংগঠনিক অবস্থা, দ্বন্দ নিরসনে কথা বলেন। তার আলোচনায় গুরুত্ব পায় দ্বাদশ জাতীয় নির্বাচনে দলকে আরো সুসংগঠিত করার বিষয়টি।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, করোনাকালে স্থবির হয়ে পড়া দলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন দলের সভাপতি।
নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের অপপ্রচারের কড়া জবাব দিতে আওয়ামী লীগ সভাপতি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।