আগামী নির্বাচন বানচালে দেশ-বিদেশে অপতৎপরতা চলছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
যারা ভোট চুরি ও অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা শোনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত আর নির্বাচন বানচাল করতে দেশ ও বিদেশে অপতৎপরতা চলছে। বিকেলে গণভবনে জাতিসংঘের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। আন্দোলনের নামে বিএনপি জ্বালাও পোড়াও করলে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের বিস্তারিত তুলে ধরতে গণভবনে আয়োজন এই সংবাদ সম্মেলনের। শুরুতে লিখিত বক্তব্যে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ সফল হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনা বলেন, দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলেই দেশে-বিদেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে।
সফরের অর্জন নিয়ে বিনএনপি নেতা এবং কিছু অর্থনীতিবিদদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। বিএনপির আন্দোলনের কর্মসূচী ও শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে কথা বলেন সরকার প্রধান। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তাজনিত প্রশ্ন অর্থহীন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।