আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছেঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
দেশের রাজনীতিতে বিরোধীদলগুলো শক্তিশালী নেতৃত্বের অভাবে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগামি প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতি গঠন করতে হবে।
একাদশ জাতীয় সংসদের গৃহীত ‘মুজিববর্ষের কার্যক্রম’, ‘মুজিববর্ষ ওয়েবসাইট’ ২০২০-২০২১ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর দেখানো পথেই চলছে বর্তমান সরকার।বারবার দেশকে পিছিয়ে দেবার চেষ্টা করা হলেও সরকার দেশকে ও ইতিহাসকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানান সরকার প্রধান।
উদ্বোধন শেষে, জাতীয় সংসদ ভবনের মুক্তিযোদ্ধা কর্ণারসহ গৃহীত মুজিববর্ষের কার্যক্রম ঘুরে দেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।