আগামী বছরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : আনিছুর রহমান
- আপডেট সময় : ০৮:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আর, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নাগরিকরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই, নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধনীতে এ কথা বলেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটে সম্পৃক্ত ১০ লাখ জনবলকে নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম।
তফসিল ঘোষণার আগে ও পরে কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষকদের নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় অবহিত করাই এই কার্যক্রমের লক্ষ্য।
প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রশিক্ষকদের সঠিক তথ্য মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার সাথে পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান কমিশনরা।
প্রশিক্ষনের মধ্যদিয়ে আগামী জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কাজী হাবিবুল আউয়াল।
১২ কোটি ভোটারের এ নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকর্তা মিলিয়ে ১০ লাখের বেশি জনবল কাজ করচে বলে জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।