আগামী বছর খাদ্য আমদানিতে উৎসে কর ছাড়সহ ছয় নির্দেশনা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সংকট মোকাবিলায় আগামী বছর খাদ্য আমদানিতে উৎসে কর ছাড় দেয়াসহ ছয়টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠকে খাদ্য উৎপাদন, রেমিটেন্স প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেয়া হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া, অনাবাদি জমি খাস করার গুজব ঠিক নয় বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব।
করোনা মহামারিতে স্থবির বিশ্ব অর্থনীতি, এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-নাকাল করে তুলেছে সব দেশকে। এমন পরিস্থিতিতে সবাইকে প্রস্তুত থাকার জন্য খোদ সরকার প্রধানই দিলেন স্পষ্ট নির্দেশনা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কর্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক সংকট নিরসনে ছয়টি নির্দেশনা দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এ সব নীতিগত সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ২০২৩ সাল হবে সংকটের, এর তিনটি কারণেও উল্লেখ করেন তিনি।
সংকট মোকাবিলায় দেশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ বাড়ানো জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
তবে, আসন্ন সংকট মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।