আগামী মাসে বসতে যাচ্ছে বাজেট অধিবেশন
- আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আগামী মাসে বসতে যাচ্ছে বাজেট অধিবেশন। এই বাজেটকে ঘিরে বিভিন্ন মহলে চলছে নানা জল্পনা কল্পনা। বাজেট অধিবেশনে আগেই অর্থনৈতিক প্রতিষ্ঠান সমুহ সরকারকে দিকনিদের্শনা দিয়ে উপস্থাপন করছে প্রাক বাজেট। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতিতে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব পেশ করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। যা আগামী ২০২২-২৩ অর্থবছরের সরকারের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
৬ লক্ষ কোটি টাকার বাজেট উপস্থাপনের আগে নানা দিক ভাবছে সরকার। এমন সময় বাংলাদেশ অর্থনীতি সমিতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেটের প্রস্তাবনা সামনে নিয়ে এসেছেন। এটি বর্তমান বাজেটের তুলনায় ৩ দশমিক ৪ গুণ বেশি।
প্রতি বছরের মতোই প্রাক বাজেট আলোচনায় সংসদ অধিবেশনের আগে সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট নিয়ে এসেছে অর্থনীতি সমিতি। উপস্থাপনের সময় ড. আবুল বারকাত বলেন, বিপদজনক আয়-বৈষম্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
২০৩২ সাল নাগাদ বিদেশি ঋণ ও মেগা প্রজেক্টের টাকা পরিশোধের সময় হলে বাংলাদেশ বিপদে পড়তে পারে বলে মনে করেন, এই অর্থনীতিবিদ।
অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনায় নতুন মন্ত্রনালয় খোলাসহ ৩৮টি সুপারিশ রয়েছে।