আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নারায়নগঞ্জে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ওয়েষ্ট টু এনার্জির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশনের পর ধাপে ধাপে উপজেলা ও পৌরসভা পর্যায়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিচ্ছে সরকার।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে নগরীর জলকুড়িতে একটি প্রকল্প হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।এ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাওয়ে চীনের প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। দেশের প্রথম এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মেয়র সেলিনা হায়াত আইভি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, শুধু সিটি কর্পোরেশন নয় আগামীতে উপজেলা পর্য়ায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি তেলের দাম আগামীতে সমন্বয় করা হবে ।
রাশিয়া-ইউক্রেন সহ বৈশ্বিক নানা সংকটে অনেক দেশের চাইতেও বাংলাদেশের অবস্থান ভালো বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।