আগামী সংসদ নির্বাচনের আগেই দেশে এসে নির্বাচন পরিচালনা করবেন তারেক রহমান : আব্দুল আওয়াল মিন্টু
- আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখা শীর্ষক বিশ্লেষণধর্মী আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, আগামী সংসদ নির্বাচনের আগেই দেশে এসে নির্বাচন পরিচালনা করবেন তারেক রহমান। দলের চেয়াপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তারা বলেন, আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমেই পদত্যাগে বাধ্য করা হবে।
আগামী সংসদ নির্বাচনের আগেই তারেক রহমান দেশে আসবেন এবং নির্বাচন পরিচালনা করবেন বলে জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। কিশোরগঞ্জে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক বিশ্লেষণধর্মী আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাটোরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে একই বিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ার পারর্সনের উপদেষ্টা । এসময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমেই পদত্যাগে বাধ্য করা হবে।
সকালে গাজীপুরের এক কনভেনশন সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির দশ নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এই রক্তে রঞ্জিত হাত আর ক্ষমতায় থাকতে পারে না। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।