আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস
- আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
পৌষের বিদায় লগ্নে শিরশিরে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার আবর্তে রাজধানীসহ সারা দেশ কাঁপছে কনকনে শীতে। অধিকাংশ জেলায় দেখা মেলে সূর্যের। মেঘাচ্ছন্ন আকাশ।ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলের জনজীবন। জবুথবু অবস্থা গরিব মানুষের। সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত রাজধানীর জনজীবন।
শনিবার রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর তীব্র শীতে চরম কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অফিস বলছে, আগামী দু’দিন এমন পরিস্থিতি থাকবে।
১৮ ও ১৯ জানুয়ারি গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। বৃষ্টির পর শীতের তীব্রতা কমাতে পারে।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে।