আগামী সপ্তাহে হজ প্যাকেজ ঘোষণা

- আপডেট সময় : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গড়ার লক্ষে কাজ চলমান আছে। দ্রুতই রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করা হবে।
গতকাল দিনাজপুরের হিলিতে একটি মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মহাফিলে তিনি একথা বলেন। জানান, গত বছরের তুলনায় হজ খরচ কমানো হয়েছে। আগামী সপ্তাহে দুটি প্যাকেজে হজ খরচ ঘোষণা করা হবে। এর আগে তিনি দিনাজপুর সফরের অংশ হিসেবে দুপুরে হিলি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানানো হয়। এরপর হাকিমপুর ইউএনও কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।