আগামী ১০ দিন সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে
- আপডেট সময় : ১০:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ১০ দিন সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর মধ্যে ৫ দিন ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এমন পূর্বাভাস দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রামে আরো ভূমিধসের আশংকা রয়েছে।
শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুরে শুরু হয় বৃষ্টি। আস্তে আস্তে তা বাড়তে থাকে।
রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার, ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ঢাকার বাইরে বরিশালে ৪০ ও রংপুরে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
ছুটির দিন হওয়ায় এমনিতেই ঘরের বাইরে লোকসমাগম কম।তারপর বৃষ্টির কারণে টুকটাক প্রয়োজন থাকা সত্ত্বেও বের হননি অনেকে।
দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ১০ দিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সট: ড. মো. আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ
আগামী ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রামে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানান আবহওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।