আগামী ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি’র মহানগরে সমাবেশ কর্মসূচি
- আপডেট সময় : ০১:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি’র মহানগরে সমাবেশ কর্মসূচি । দলটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, জনগণের সামনে সরকারের ভোট ডাকাতির চিত্র তুলে ধরতে দেশের ৬টি মহানগরীতে সমাবেশে অংশ নেবে সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থীরা। তাই এই সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে দাবি আদায়ে সরকারকে একটি বার্তা দেয়ার প্রস্তুতির কথা জানান দলটির নেতারা। আর সম্পুর্ণ নতুন ধরনের এই কর্মসুচিকে সাংগঠনিক দুর্বলতা কাটানোর পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপিপন্থী পেশাজীবী নেতারা।
টানা এক বছর পর বিভাগীয় ও সিটি শহরগুলোতে কর্মসুচী ঘোষণা করেছে বিএনপি। এবারের উদ্দেশ্য সরকারের ভোট ডাকাতির চিত্র জনগনের সামনে তুলে ধরা। যাতে মূল ভুমিকা পালন করবেন সব কটি সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপির পরাজিত মেয়র প্রার্থিরা। একইসঙ্গে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিধায় আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে জনগনকে উদ্বুদ্ধ করা হবে বলে জানান বিএনপি নেতারা। সবশেষ সিটি নির্বাচন হয়েছে চট্টগ্রামে, তাই বন্দরনগরী থেকেই কর্মসুচীর সূচনা করবে দলটি। এখন চলছে সমাবেশ সফল করার প্রস্তুতি।
সিটি শহরগুলোতে সমাবেশর এই কর্মসুচি শেষে আসবে আন্দোলনের নতুন রুপরেখা। তাই সমাবেশের প্রস্তুতির পাশাপাশি দল গোছাতেও মনোযোগী নেতারা। সমাবেশের পরেই ভেঙ্গে দেয়া হবে মেয়াউত্তীর্ণ সব কমিটি। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্ধারণ করে আগামী দিনের কর্মসুচীর জন্য দলকে প্রস্তুত করার প্রক্রিয়াও চলবে সমানতালে।
সম্পুর্ণ নতুন এই কর্মসুচিকে সাংগঠনিক দুর্বলতা কাটানোর উদ্যোগ হিসেবেই দেখছেন বিএনপিপন্থী পেশাজীবী নেতারা। ১৩ই ফেব্রুয়ারীর সিটি সমাবেশের জন্য লালদিঘীর মাঠ, আউটার স্টেডিয়াম আর কাজির দেউরী মোড়কে পছন্দ করে যে কোন একটি পয়েন্ট ব্যবহারের অনুমতি চাইবে বিএনপি। না পেলে দলিয় কার্যালয়ের সামনের রাজপথকেই সমাবেশের জন্য বেছে নেবে দলটি। এমনটাই জানান নগর বিএনপির নেতারা।