আগামী ১ অক্টোবর থেকে শুরু নারীদের এশিয়া কাপ
- আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নারী এশিয়া কাপের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে।
আগামী ১ অক্টোবর থেকে শুরু নারীদের এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেট। এবারের আসরে ৭টি দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী দিনে সকাল ৯টায় মাঠে নামবে প্রতিপক্ষ থাইল্যান্ড।
দুবাইয়ে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম ম্যাচ জিতে সিরিজে দারুন শুরু করেছে বাংলাদেশ। যদিও টপ অর্ডারদের ব্যর্থতা কিছুটা ভাবাচ্ছে সফরকারীদের। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করছে টাইগাররা।
এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী বাংলাদেশ। অন্যদিকে টপ অর্ডারদের ব্যাটিং ব্যার্থতায় সিরিজের প্রথম ম্যাচ হারতে হয়েছে আরব আমিরাতকে। তাই সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।