আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর তিন রুটে আরও ২’শ নতুন বাস চলবে : তাপস
- আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর তিন রুটে আরও ২’শ নতুন বাস চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, নগর পরিবহনের ব্যানারে বাসগুলো রাস্তায় নামবে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীর আন্ত:জেলা বাস টার্মিনালগুলো সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
রাজধানী ঢাকার যানজট কমানোর উদ্যোগের অংশ হিসেবে সকালে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস।
সভা শেষে তিনি জানান, আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ঢাকা নগর পরিবহনের নামে আরো তিনটি রুট যাত্রা শুরু করবে। আর এতে নতুন ২শ গাড়ী চলবে।
এসময় ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর যানজট কমাতে খুব শিগগিরই রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে নেয়া হবে।
রুট পারমিটবিহীন বাস জব্দ করতে আগামী ১৭ থেকে ২৮ জুলাই ঢাকা দুই সিটি করপোরেশন, ডিএমপি ও বিআরটিএ যৌথভাবে চিরুনি অভিযান পরিচালনা করবে।