আগামী ২০ অক্টোবর বেগম খালেদা জিয়ার ১১ মামলার শুনানির দিন ধার্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১১ মামলার শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ঠিক করেছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ এ আদেশ দেন। খালেদা জিয়ার নামে থাকা ১১ মামলার মধ্যে ঢাকার দারুস সালাম থানায় আটটি, যাত্রাবাড়ী থানায় দু’টি ও রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা রয়েছে। করোনা সংক্রমণের কারণে আদালতের বিচার কাজ বন্ধ থাকায় এসব মামলার কার্যক্রম আগায়নি। এখন আদালতে বিচারকাজ আবার শুরু হওয়ায় খালেদা জিয়ার এই মামলাগুলোর শুনানির দিন ২০ অক্টোবর ঠিক করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এসব মামলা বর্তমানে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।