আগামী ৩ জুন আনুষ্ঠানিক ভাবে দেয়া হবে কুল ‘বিএসপিএ’ স্পোর্টস অ্যাওয়ার্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনিতদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। আগামী ৩ জুন আনুষ্ঠানিক ভাবে দেয়া হবে অ্যাওয়ার্ড।
বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে আছেন নারী ক্রিকেটার শারমিন আক্তার। ক্রীড়াপ্রেমীদের ভোটে এই দুই বিভাগের বিজয়ীর নাম পুরস্কার প্রদানের দিন ঘোষণা কর হবে। বিএসপিএ’র অফিসিয়াল ওয়েব সাইডে ক্রীড়াপ্রেমীরা ২০-৩০ মে’র মধ্যে ভোট দিতে পারবেন। এছাড়া আরও ১৭টিসহ মোট ১৯ ডিসিপ্লিনে অ্যাওয়ার্ড দিবে বাংলাদেশ ক্রীড়া লেখক সিমিতি। একই দিন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিবে বিএসপিএ।