আগামী ৪ জুলাই ভোর ৬টা থেকে ওয়ারী এলাকা ২১ দিনের জন্য লকডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আগামী ৪ জুলাই শনিবার ভোর ৬টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা ২১ দিনের জন্য লকডাউন করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বিকেলে দক্ষিণ সিটির নগর ভবনে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভাশেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় মেয়র আরো জানান, লকডাউন চলাকালে ওষুধের দোকান ছাড়া আর সবকিছুই বন্ধ থাকবে। আর জরুরি যাতায়াতের জন্য খোলা রাখা হবে ওয়ারী এলাকার দুটি পথ। নিত্যপ্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের পাশাপাশি মীনাবাজার, স্বপ্নসহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র তাপস। এছাড়া নমুনা সংগ্রহের জন্য বিশেষ বুথ স্থাপন করা হবে জানিয়ে মেয়র বলেন, আক্রান্তদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে।