আগামী ৭২ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপ কিছুটা বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৮৫১ বার পড়া হয়েছে
৭২ ঘন্টার মধ্যে উত্তর পুর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের উত্তর পুর্বাঞ্চলের প্রধান নদীসমুহের পানি কমায় বসত বাড়ি গ্রামীন রাস্তা থেকে পানি সরতে শুরু করেছে।
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে।বসতবাড়ি, রাস্তা-ঘাট, হাটবাজারে পানি ঢুকে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা।বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে,
আগামী ৭২ ঘন্টায় কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ৭২ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপ কিছুটা বাড়তে পারে।
এছাড়া গতকাল ও আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ দশমিক ২ ও ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।