আগাম নির্বাচন করে আবারো ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে আ’লীগ : ফখরুল
- আপডেট সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার আগাম নির্বাচনের নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বলে অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় কর্মসূচিতে একথা বলেন তিনি। যথা সময়ে প্রতিবাদ না করার কারণে দেশে এখন যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তারাই গুম-খুনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রাজধানীসহ জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করে দলটি।
সকাল থেকে দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। অনতিবিলম্বে সরকারকে জনগণের সকল দাবি মেনে হুঁশিয়ার দেন বিএনপি নেতারা।
এতে অংশ নিয়ে দলটি শীর্ষ নেতাদের দাবি সিন্ডিকেট করে ব্যাংক অর্থনীতিসহ বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সমালোচনা পছন্দ করে না।
আগাম নির্বাচন করে আবারো ক্ষমতায় যেতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল দাবি করেন, প্রতিবাদ না করায় কারণে সরকারের বিরুদ্ধে কথা বললে তারাই গুম-খুনের শিকার হচ্ছে। সরকার পতন আন্দোলন সফল করতে সবাইকে জেগে ওঠার আহব্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।