আগাম বন্যায় ফসল রক্ষায় নেত্রকোণায় চলছে বাধ সংস্কার কাজ
- আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নেত্রকোণার হাওরে আগাম বন্যা থেকে ফসল রক্ষায় দ্রুত গতিতে চলছে ফসল রক্ষার বাধের সংস্কার কাজ। এখন পর্যন্ত প্রায় ৮০ ভাগ বাধের কাজ শেষ হলেও পানি আসার আগেই নির্ধারিত সময়ে বাধ নির্মাণ সম্পন্ন হওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড।
জেলার ৯ উপজেলার ৯টি হাওরে ১৭৫টি পিআইসির মাধ্যমে বেরী বাধ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ১৮৩ কিলোমিটার বাধের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৬ লক্ষ টাকা। এর মধ্যে হাওর এলাকা খালিয়াজুরী উপজেলাতেই ৬২টি বাঁধ নির্মাণ করা হচ্ছে। হাওরে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হলে আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষা পাবে। তাই দ্রুত কাজ সম্পন্ন করার দাবী জানিয়েছেন হাওরপারের কৃষকরা।
জেলায় এবছর ১ লক্ষ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। তার মধ্যে হাওর এলাকায় বোরো আবাদ হয়েছে ৪০ হাজার ৯৬০ হেক্টর জমিতে। সময়মতো বাধের কাজ সম্পন্ন হলে ফসলের কোন ক্ষতি হবেনা। তবে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন পিআইসি কর্তৃপক্ষ।
হাওরবাসীর একমাত্র বোরো ফসল রক্ষায় সরকার প্রতিবছর বাধ নির্মাণে অর্থ বরাদ্ধ দিচ্ছে। এরই আলোকে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কলমাকান্দাসহ বিভিন্ন হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রায় প্রতিদিন হাওরে গিয়ে সরজমিনে পরিদর্শন করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারী মধ্যেই বাধ নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করছেন পাউবোর এই কর্মকর্তা।
নির্ধারিত সময়ে বাধের কাজ সম্পন্ন করে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটিই প্রত্যাশা হাওরবাসীর।