আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা রূপনগর বস্তির ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষগুলো
- আপডেট সময় : ০৬:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষগুলো। বস্তিবাসীর আশা, রাজধানীতে মাথা গোজার ঠাঁই পেতে সরকার দ্রুত সময়ের মধ্যে পূর্ণবাসন করবে।সকাল থেকে পুড়ে যাওয়া ঘরের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন তারা।
বুধবার সকাল ৯টার দিকে মিরপুর রূপনগরের ‘ট’ ব্লক বস্তিতে আগুন লাগে । আগুনে বস্তির অধিকাংশ ঘরই পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন বস্তিবাসির ঠায় স্থানীয় দুটি স্কুলে। সহায় সম্বল হারা এ সব ছিন্নমূল মানুষগুলোর অনেকে এখন খোলা আকাশের নিছে দিনাতিপাত করছে।আবার অনেকে বস্তির ধ্বংসস্তুপ থেকে তাদের ভিটা মাটির খোঁজ করছেন। রুপনগরের এ এলাকায় ট ব্লক বস্তি, শিয়াল বাড়ি বস্তি এবং চলন্তিকা বস্তি। এ তিনটি একসাথে থাকায় আগুনে ক্ষতিগ্রস্ত হয় শত শত ঘর। বস্তির বাসির দাবি, সরকার তাদের পূর্নবাসনে ব্যবস্থা নেবে।আর স্থানীয় কাউন্সিলর জানান,ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য সব ব্যবস্থা করছেন। সরকারী জমিতে বসবাস করলেও বস্তি পুড়ে যাওয়ায় এসব ছিন্নমুল মানুষ জানে না তাদের পরবর্তী বাসস্থান কোথায় ?